অ্যাশেজ ছেড়ে আইপিএলের নিলামে যোগ দেবেন ভেট্টোরি

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন নিলামে যোগ দেবেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। 

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ভেট্টোরি। আবু ধাবিতে অনুষ্ঠেয় নিলামে উপস্থিত থাকতে অস্ট্রেলিয়ার (সিএ) কাছে অনুমতি চেয়েছেন তিনি। অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়া দল ছেড়ে নিলামে অংশ নেবেন ভেট্টোরি।

আগামী ১৬ ডিসেম্বর হবে ১৯তম আইপিএলের নিলাম। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

নিলাম শেষ করে আবারও অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেবেন ভেট্টোরি। এর আগে গত বছরের নিলামে অংশ নিতেও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সে সময় ভারতের বিপক্ষে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ মৌসুমের জন্য আইপিএলের মিনি নিলামে প্রাথমিক তালিকায় নিবন্ধন করেছিল ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে স্থানীয় ও বিদেশি কোটা মিলিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩৫০ জনের। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন।

নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরমধ্যে বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে ৩১ জন। 

চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটারের জায়গা হয়েছে। তারা হলেন-মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-নাহিদ রানা-তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০