
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে এ খবর নিশ্চিত করেছে ঢাকা।
এর আগে দুই মৌসুমে ভিন্ন দুই দলের হয়ে বিপিএল খেলেছেন গুরবাজ। ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯৮ রান করেছিলেন তিনি।
এরপর ২০২২-২৩ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে দুই ম্যাচে ৭৫ রান করেন গুরবাজ।
বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন গুরবাজ। ইতোমধ্যে চার ম্যাচ খেলে ১টি অর্ধশতকে ১০৬ রান করেছেন তিনি।
বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে দেশি-বিদেশিদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। দেশিদের মধ্যে আছেন-সাইফ হাসান, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসে-তাইজুল ইসলামরা। বিদেশিদের মধ্যে গুরবাজ ছাড়াও অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম ও দাসুন শানাকার মতো ক্রিকেটাররা দলে আছেন।