ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২০:১৭ আপডেট: : ১২ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে এ খবর নিশ্চিত করেছে ঢাকা।

এর আগে দুই মৌসুমে ভিন্ন দুই দলের হয়ে বিপিএল খেলেছেন গুরবাজ। ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯৮ রান করেছিলেন তিনি।

এরপর ২০২২-২৩ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে দুই ম্যাচে ৭৫ রান করেন গুরবাজ।

বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন গুরবাজ। ইতোমধ্যে চার ম্যাচ খেলে ১টি অর্ধশতকে ১০৬ রান করেছেন তিনি।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে দেশি-বিদেশিদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। দেশিদের মধ্যে আছেন-সাইফ হাসান, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসে-তাইজুল ইসলামরা। বিদেশিদের মধ্যে গুরবাজ ছাড়াও অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম ও দাসুন শানাকার মতো ক্রিকেটাররা দলে আছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০