হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।  

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি।  

এর আগে, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে এবং ২০২৪ সালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের মঞ্চে হ্যাটট্রিক শিরোপা জয়ের দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আসন্ন আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সব কিছু ঠিক আছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের পরিকল্পনার উপর আস্থা রাখছি এবং এবারও আমাদের সেরাটা দেব।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসরের প্রস্তুতির জন্য এশিয়া কাপ বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে এশিয়া কাপেই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। 

আফগানিস্তান ছাড়াও গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলংকা এবং নেপাল। অন্য গ্রুপে আছে-পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া।

প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। ২১ ডিসেম্বর হবে ফাইনাল। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।

স্ট্যান্ডবাই : রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০