বাসস দেশ-৩৭ : পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৪:৩৬

বাসস দেশ-৩৭
পোশাক বিধি-প্রত্যাহার
পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকে তার কর্মীদের জন্য পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করেছে।

আজ সকালে এক বিবৃতিতে, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই বিষয়ে কোনও সরকারী বিজ্ঞপ্তি জারি হয়নি এবং নীতিগত পর্যায়ের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট ও পেশাদারিত্বের বিষয়টি বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ের এক বৈঠকে শালীন পোশাক পরার একটি প্রস্তাব উঠেছিল। তবে সেটি কেবল সংশ্লিষ্ট বিভাগের ভিতরে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আরিফ হোসেন খান আরও বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নজরে আসে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই বিষয়ে অসন্তোষ জানিয়ে গভর্নর সংশ্লিষ্ট পরামর্শটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।

বাসস/কেইউসি/অনু-এমএসএইচ/১৪৩৬/-জেডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০