ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের প্রার্থী অনিদ হাসান।
একই সঙ্গে তিনি ওই পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি মুক্ত, অবাধ ও প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাস বিনির্মাণের বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থীতা প্রত্যাহারের মাধ্যমে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসান আরো শক্ত অবস্থানে গেলেন।