ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়াল হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ৯ জন।
অন্য আসামিরা হলেন: সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাদেক খান, সাবেক এমপি মোরশেদ আলম, সাবেক এমপি লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফারুক খান, সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
সোমবার কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হয়। এরপর তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
এর মধ্যে আনিসুল হক ও গোলাম কিবরিয়া টিপু হাজিরা দিয়েছেন শেরেবাংলা নগর থানার একটি হত্যা মামলায়। ইনু হাজিরা দিয়েছেন ধানমন্ডি থানার হত্যা মামলায়।
কামাল আহমেদ মজুমদার দিয়েছেন ধানমন্ডি ও আদাবর থানার দু’টি মামলায়। সাদেক খান, মোরশেদ আলম ও ফারুক খান হাজিরা দিয়েছেন ধানমন্ডি থানার একটি হত্যা মামলায়।
আব্দুল্লাহ আল জ্যাকব হাজিরা দিয়েছেন রূপনগর থানার একটি হত্যা মামলায়। নজরুল ইসলাম মজুমদার হাজিরা দিয়েছেন ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায়।