
নড়াইল, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১১ টার দিকে কেক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, উৎসবের উদ্দেশ্য হলো দেশীয় তৈরি পিঠাপুলির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। একইসঙ্গে এটিকে তাদের কাছে জনপ্রিয় করে তোলা।
উদ্যোক্তারা, বিশেষ করে নারীরা তাদের স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করেন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ভিড় জমতে থাকে। দুপুরের পর উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার বলেন, উদ্যোক্তারা এই উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তারা এই উৎসবের আয়োজন করবেন।