নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:২৮
নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১১ টার দিকে কেক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, উৎসবের উদ্দেশ্য হলো দেশীয় তৈরি পিঠাপুলির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। একইসঙ্গে এটিকে তাদের কাছে জনপ্রিয় করে তোলা।

উদ্যোক্তারা, বিশেষ করে নারীরা তাদের স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করেন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ভিড় জমতে থাকে। দুপুরের পর উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার বলেন, উদ্যোক্তারা এই উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তারা এই উৎসবের আয়োজন করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
জানুয়ারির মধ্যে আবু সাঈদ হত্যার বিচার শেষের প্রত্যাশা প্রসিকিউশনের
১০