সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শতাংশ

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩৪
ছবি: সংগৃহীত

সিলেট, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট জেলা ও দায়রা জজ আদালতে চলতি বছর ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ। আদালতে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ। 

গতকাল শনিবার সিলেটে জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সিলেটের বিচার বিভাগের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।

বিচার বিভাগের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা করে দেখা যায়, সিলেট জজশিপের দেওয়ানি আদালতে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৬২৩টি মামলা দায়ের হয়েছে। যার বিপরীতে ৩ হাজার ৭৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ১০৫ শতাংশ।

অন্যদিকে ফৌজদারি আদালতে মোট ৩ হাজার ৪৭৫ টি মামলা দায়ের হয়, যার বিপরীতে ২ হাজার ৮৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই ক্ষেত্রে দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ৮২ শতাংশ। ফৌজদারি মামলার সাজার হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ।

এছাড়া সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪ টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে ১১২টি বিরোধের সফলভাবে মিমাংসাচুক্তি সম্পাদিত হয়েছে এবং মধ্যস্ততার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ৬৭ লাখ ৯৩ হাজার ১২০ টাকা।

সম্মেলনে বক্তব্য দেন সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীন নেক্সপেরিয়া চিপ রপ্তানি পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে: ইইউ
সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সফলে বর্ণাঢ্য র‌্যালি
চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন 
জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জন গ্রেফতার
দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে 
১০