জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৩:২৮
রোববার জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জামালপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাসিনা বেগম।

সভায় অংশগ্রহণকারীরা অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মাদক নিয়েও আলোচনার পাশাপাশি এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুলিশ সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সব অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকের বিরুদ্ধে আরও জোরদার ব্যবস্থা নিতে হবে।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যৌনপল্লীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রেড লাইট এরিয়ার দালালরা ছোট ছোট বয়সের মেয়েদের জোরপূর্বক অনৈতিক কার্যকলাপে লিপ্ত করছে। তিনি এই অপরাধ বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক হাসিনা বেগম যৌনপল্লীটি উচ্ছেদের জন্য এর বিরুদ্ধে জনমত তৈরিতে সবার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে ধান-চালের গুণগত মান বিষয়ে অবহিতকরণ সভা
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
ঝিনাইদহে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী গৃহবধূ নিহত
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা 
বিদ্যুৎ উৎপাদন 'শূন্যের' কোঠায়, জ্বালানির জন্য লড়াই করছে ইউক্রেন
কোয়ালিফিকেশন রাউন্ডে উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা
রাঙ্গামাটিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা 
১০