
রাঙ্গামাটি, ৯ নভেম্বর, ২০২৫(বাসস) : জেলার বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে বিজিবির রুমা ব্যাটালিয়ন- ৯ বিজিবির ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্তের নেতৃত্বে সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এ বিষয়ে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা জানান, দূর্গম এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ার কারণে সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিষয়টি বিবেচনা করে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেছে।
তিনি জানান, রুমা ব্যাটালিয়ন সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনসহ নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।