
নাটোর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় সিংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সিংড়া উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন বিএনপি’র শান্তি সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত ওহিদুর রহমান শেখকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।