
সুনামগঞ্জ, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার ধান-চালের গুণগত মান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, ধান ও চালের গুনগত মান অবশ্যই মিল মালিকদের জানা প্রয়োজন। স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমাদের ধান ও চালের পরীক্ষা করা জরুরি। মিল মালিকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দীন তিনি বলেন, সুনামগঞ্জে ধান পরীক্ষা করে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা নিচে পাওয়া গেছে। তবে, সাধারণ মানুষ যে ধান খাদ্য হিসেবে গ্রহণ করেন, সেই ধান পরীক্ষা করা হয় নি। বি ২৮, বি ২৯ জাতের ধান গোডাউনে থাকায় তা পরীক্ষা করা যায়নি বলে জানান, এ নিরাপদ খাদ্য কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরসহ জেলার মিল মালিক ও গণমাধ্যম কর্মীরা।