
ঝিনাইদহ, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহের হরিণাকুণ্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের হাজী আরশাদ আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী খাতুন হরিণাকুণ্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।