কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন 

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৩:৩০
জাতীয় নাগরিক পার্টির নবগঠিত কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। ছবি: কোলাজ বাসস

কুড়িগ্রাম, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙ্গে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়াকে ছয় মাসের দায়িত্ব দেয়া হয়েছে।

এনসিপি'র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে কমিটি গঠনের বিষয় ও তালিকা প্রকাশ করা হয়েছে। কমিটি অনুমোদন করেন এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও  রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে একই পদে ১০ জনের নাম এসেছে তালিকায়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে রাখা হয়েছে সদস্য পদে।

নবগঠিত এই কমিটিতে ৭ জন নারী সদস্য রয়েছেন। এরমধ্যে তালিকায় যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নাম রয়েছে ।

এনসিপি'র নব গঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে।

এছাড়াও অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে ধান-চালের গুণগত মান বিষয়ে অবহিতকরণ সভা
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
ঝিনাইদহে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী গৃহবধূ নিহত
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা 
বিদ্যুৎ উৎপাদন 'শূন্যের' কোঠায়, জ্বালানির জন্য লড়াই করছে ইউক্রেন
কোয়ালিফিকেশন রাউন্ডে উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা
রাঙ্গামাটিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা 
১০