চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে  ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০
ছবি: বাসস

চুয়াডাঙ্গা,  ৯ সেপ্টেম্বর,  ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত  দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ । 

আজ মঙ্গলবার দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১২ জন নারী,পুরুষ ও শিশুকে  হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
১০