চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে  ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০
ছবি: বাসস

চুয়াডাঙ্গা,  ৯ সেপ্টেম্বর,  ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত  দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ । 

আজ মঙ্গলবার দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১২ জন নারী,পুরুষ ও শিশুকে  হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
১০