খাগড়াছড়ি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নিম্নাঞ্চলে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানি ও টানা ভারী বর্ষণে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয়দের জনজীবন।
এদিকে কালোপাহাড় এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ বছরের ওই শিশু জোবায়ের স্থানীয় হাফেজ শহীদুল্লার ছেলে। বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে।
জানা গেছে, এ দুর্যোগের মধ্যে মহালছড়িতে একটি কন্ট্রোল রুম চালু রয়েছে। সেখান থেকে উপজেলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার পাকিজাছড়ি, মসজিদ কলোনি, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, সিলেটি পাড়া ও গরু বাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠেছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলামিয়া মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে ছয়টি পরিবারের ২৫ জন সেখানে আশ্রয় নিয়েছেন।
এ সময় স্থানীয়রা জানান, বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায়, রান্না করার মতো কোনো অবস্থা নেই। শিশুদের নিয়ে ভয়ে আছেন তারা। এখন শুধু আশ্রয় আর খাবারের চিন্তা। প্রশাসনের সহায়তা পেলেও পানি না নামা পর্যন্ত কষ্ট কমছে না।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, পাহাড়ি ঢলে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৩ শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের জন্য খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এছাড়া মৌসুমী ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সার্বিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।