বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪
বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যায় মূল অভিযুক্ত রতন মিঞাকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

বগুড়া, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যায় মূল অভিযুক্ত রতন মিঞাকে (২৬) আটক করেছে পুলিশ। 

রোববার রাত ৯ টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। 

রতন মিঞা ওই পেট্রলপাম্পের তেল সরবরাহকারী। তার বাড়ি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার।

এর আগে শনিবার দিবাগত রাতে ইকবালের মাথায় উপর্যুপরি হাতুড়ির আঘাতে হত্যা করা হয়। সকালে পাম্পের অন্য লোকজন এলে হত্যার বিষয়টি টের পায়। 

ইকবাল বাহার জানান, হত্যার ঘটনার পরপর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে ডিবি টিম আটক করে। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে ইকবাল। সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করে রতন।

ডিবি ইনচার্জ জানান, রতনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে শতাব্দী ফিলিং স্টেশনে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় রাত আড়াইটার দিকে রতন একটি হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০