সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

চট্টগ্রাম (উত্তর), ৯ সেপ্টেম্বর, ২০২৫  (বাসস) : জেলার সন্দ্বীপ থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ডাকাত সরদার মো. মনির (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন কামাল পাড়া ১০ তলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার  করে র‌্যাব-৭চট্টগ্রাম এর একটি বিশেষ টিম।

আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

্যাব জানায়, আসামি মো. মনির উপজেলার মুছাপুর ইউনিয়নের সুরমান পাটোয়ারী বাড়ির গৃহবধূ মিনারা বেগম (৩২) হত্যা মামলার পলাতক আসামি। গত ২৭ মে গৃহবধূ মিনারা বেগমকে নিজগৃহে শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মিনারা  দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী এবং ঐ এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী। মো. আলমগীর হোসেন কক্সবাজার আনসার ভিডিপি সদস্য হিসেবে কর্মরত আছেন।

গ্রেফতারকৃত আসামি মনিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বাসসকে বলেন,  গ্রেফতারকৃত মনির গৃহবধূ মিনারা হত্যা মামলার আসামি। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০