সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

চট্টগ্রাম (উত্তর), ৯ সেপ্টেম্বর, ২০২৫  (বাসস) : জেলার সন্দ্বীপ থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ডাকাত সরদার মো. মনির (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন কামাল পাড়া ১০ তলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার  করে র‌্যাব-৭চট্টগ্রাম এর একটি বিশেষ টিম।

আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

্যাব জানায়, আসামি মো. মনির উপজেলার মুছাপুর ইউনিয়নের সুরমান পাটোয়ারী বাড়ির গৃহবধূ মিনারা বেগম (৩২) হত্যা মামলার পলাতক আসামি। গত ২৭ মে গৃহবধূ মিনারা বেগমকে নিজগৃহে শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মিনারা  দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী এবং ঐ এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী। মো. আলমগীর হোসেন কক্সবাজার আনসার ভিডিপি সদস্য হিসেবে কর্মরত আছেন।

গ্রেফতারকৃত আসামি মনিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বাসসকে বলেন,  গ্রেফতারকৃত মনির গৃহবধূ মিনারা হত্যা মামলার আসামি। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০