যশোরে ভাইয়ের হাতে বোন খুনের ঘটনায় গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৫৭

যশোর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সুজলপুরে গতকাল ভাইয়ের হাতে বোন শারমিন (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় আজ ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. খোকন মোল্লা (৪২) ও মোছা. ছালমা বেগম (৩৪)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোর জেলা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গতকাল যশোরের সুজলপুরে ভিক্টিম শারমিনের সঙ্গে ভাবী ছালমা বেগমের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাই খোকন মোল্লা ক্ষিপ্ত হয়ে হাসুয়া কাচি দিয়ে বোন শারমিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এই ঘটনায় ভিকটিমের স্বামী শিমুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করার পর তদন্ত শুরু করে পিবিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর পৌনে ৩টার দিকে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে এবং সকাল ৭টা ৪০ মিনিটে যশোর কোতোয়ালি থানার রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার ‘কোন কারণ নেই’: ট্রাম্প
বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা 
সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২
সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ডাকসু নেতাদের
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
পূজায় পোশাকের দাম বেড়েছে, বিক্রিও বেড়েছে
যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর
১০