চট্টগ্রামে ৩টি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৩০

চট্টগ্রাম, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর বহদ্দারহাট থেকে তিনটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চোরচক্রের দুই সদস্য হলেন- মোহাম্মদ আব্বাস (৩২) ও মো. গিয়াস উদ্দিন (৩৫)।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোন ডিবির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, গ্রেফতারকৃত দু’জনের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা চোরাই সিএনজির বিভিন্ন ডকুমেন্ট, নকল রেজিস্ট্রেশন কাগজ ও নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই সিএনজি এনে কবির মিস্ত্রি নামে এক ব্যক্তির সহায়তায় এসব যানবাহনের নকল কাগজ তৈরি করে বিক্রি করতো।

এসআই ইমরান বলেন, নগরীর চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম জোনের একটি দল চান্দগাঁওয়ের খাজা রোডের বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দু’জনকে গ্রেফতার করে ডিবি।

দুই আসামি এবং তাদের অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০