পুলিশ হত্যা মামলার আসামি জয়পুরহাটে গ্রেপ্তার  

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪৭

জয়পুরহাট, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ডাকাতিকালে পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় মামলার আরেক আসামিকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল বুধবার রাতে আসামি মো. ফেরদৌস আলমকে (২০) আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ফেরদৌসের বাড়ি ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল  টাঙ্গাইল থেকে ট্রাক ভর্তি গরু ডাকাতি করে উত্তরবঙ্গে পালানোর সময় যমুনা সেতু এলাকায় পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে ধাক্কা দেয় একটি ডাকাত দল। পরে কনস্টেবল রফিকুল মারা যান। 

এ ঘটনায় গরু ব্যবসায়ী টাঙ্গাইল সদর থানা ও ডিউটি তদারকি কর্মকর্তা যমুনা সেতু পশ্চিম থানায় ডাকাতি ও হত্যার পৃথক মামলা করেন। মামলার প্রধান আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ডাকাত দলের সদস্য ফেরদৌসকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। 

অবশেষে বুধবার রাতে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফেরদৌসকে আক্কেলপুরের কেচের মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তার ফেরদৌসকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিয়ায় গোষ্ঠীগত সহিংসতায় নিহত প্রায় ২ হাজার : সিরিয়ান অবজারভেটরি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে সিডিডিএল
এশিয়া কাপে শ্রীলংকা দলে হাসারাঙ্গা
ইউটিউব ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস দেয়ার নির্দেশ অস্ট্রিয়ার
ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও চিকুনগুনিয়ায় ৫৬ জন আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ ও সাইফুদ্দিন
ভালো কাজের মাধ্যমে জনগণের সাথে সংযোগ স্থাপনে বিএনপি নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
১০