পুলিশ হত্যা মামলার আসামি জয়পুরহাটে গ্রেপ্তার  

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪৭

জয়পুরহাট, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ডাকাতিকালে পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় মামলার আরেক আসামিকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল বুধবার রাতে আসামি মো. ফেরদৌস আলমকে (২০) আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ফেরদৌসের বাড়ি ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল  টাঙ্গাইল থেকে ট্রাক ভর্তি গরু ডাকাতি করে উত্তরবঙ্গে পালানোর সময় যমুনা সেতু এলাকায় পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে ধাক্কা দেয় একটি ডাকাত দল। পরে কনস্টেবল রফিকুল মারা যান। 

এ ঘটনায় গরু ব্যবসায়ী টাঙ্গাইল সদর থানা ও ডিউটি তদারকি কর্মকর্তা যমুনা সেতু পশ্চিম থানায় ডাকাতি ও হত্যার পৃথক মামলা করেন। মামলার প্রধান আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ডাকাত দলের সদস্য ফেরদৌসকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। 

অবশেষে বুধবার রাতে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফেরদৌসকে আক্কেলপুরের কেচের মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তার ফেরদৌসকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার ‘কোন কারণ নেই’: ট্রাম্প
বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা 
সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২
সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ডাকসু নেতাদের
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
পূজায় পোশাকের দাম বেড়েছে, বিক্রিও বেড়েছে
যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর
১০