জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২০:৩৪
জুলাই শহীদ ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের স্মরণে শুক্রবার নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই শহীদ ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন মসজিটির খতিব হাফেজ মাওলানা রেজোয়ান আহসান।

এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) খোরশেদ আলম উপস্থিত ছিলেন। 

আরও ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব, রাফিউল বারি রাজনসহ মসজিদের মুসুল্লিরা।

এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই এর শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তারা আমাদের বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সেইসঙ্গে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের ছোট ছোট যে বাচ্চারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
১০