জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিদেশে চাকরির ভিসা ও বিমানের টিকিটের নামে ১ কোটি ২২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারণা চক্রের প্রধান আবদুল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোনো বৈধ অফিস, ট্রাভেল লাইসেন্স বা অনুমোদন ছাড়াই চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। রাশিয়ায় চাকরি, ভিসা ও বিমান টিকিটের নিশ্চয়তার কথা বলে তারা যাত্রীদের কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করত। এভাবে মোট ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

এ বিষয়ে গত ১০ নভেম্বর বনানী থানায় মামলা দায়ের করা হয়।

সিআইডি মামলাটি তদন্ত করে অভিযুক্ত আবদুল্লাহকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার আবদুল্লাহকে আদালতে পাঠানো হয়েছে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
১০