লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৭:৫০

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : হেরিটেজ উইকের অংশ হিসেবে আগামী ১৩-১৪ ডিসেম্বর লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এসএমই মেলা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং ব্রিটিশ-বাংলাদেশি নারী-নেতৃত্বাধীন ব্যবসার উদ্ভাবনকে বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন ও বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ‘ফলপ্রসূ ও বিস্তৃত’ আলোচনা করার পর এ ঘোষণা আসে।

আজ শুক্রবার এক বার্তায় বলা হয়, বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্য নিজেদের অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

হাইকমিশন জানিয়েছে, মেলাটি নারী-নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যে তাদের অবদান উদযাপনের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হবে।

হাইকমিশন বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মেলায় উপস্থিত হয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সমর্থন জানাতে উৎসাহিত করেছে। 

হাইকমিশন জানিয়েছে, এই হেরিটেজ উইকে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরা হবে এবং এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০