চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:২০

চট্টগ্রাম (দক্ষিণ), ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলায় আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় জহির উদ্দীন (৩০) ও মামুন (২৮) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকাল ৬টার সময় লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন জেলার সাতকানিয়া উপজেলার বারদোনার মৌলবী পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র। নিহত জহির উদ্দীনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির উদ্দীন ও মামুন মোটরসাইকেলের আরোহী ছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি কক্সবাজারমুখী এক ট্রাকের নিচে চাপা পড়ে।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
১০