চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:২০

চট্টগ্রাম (দক্ষিণ), ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলায় আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় জহির উদ্দীন (৩০) ও মামুন (২৮) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকাল ৬টার সময় লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন জেলার সাতকানিয়া উপজেলার বারদোনার মৌলবী পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র। নিহত জহির উদ্দীনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির উদ্দীন ও মামুন মোটরসাইকেলের আরোহী ছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি কক্সবাজারমুখী এক ট্রাকের নিচে চাপা পড়ে।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
১০