দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:৪১

শরীয়তপুর, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মানের(১০) দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শুক্রবার এশার নামাজের পর তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে জানাজার পর তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে তাকে দাফন করা হয়।

আয়মানের মামা তানভির হোসেন বেপারী বলেন, আজ শুক্রবার সকালে মৃত্যুর খবর আসে। ওর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল । দীর্ঘ ৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ১০ টায় মারা যান। জুম্মার নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায়। দ্বিতীয় জানাজা আয়মানের নিজ গ্রামের বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাদার পাশে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া এসেছে। আত্মীয়স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের
খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
১০