ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২৩:৩১

ফেনী, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের(৩২) লাশ আজ শুক্রবার রাত ১০টার দিকে হস্তান্তর করা হয়েছে।

বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শিব রঞ্জন দে-এর নেতৃত্বে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিমের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বিজিবির ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক এ এস বিরেন্দ্র শীল এর নেতৃত্বে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়েও পৃথক  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  শেষে রাত ৯টার  বাংলাদেশ সীমান্তের বিলোনিয়ায় ভারতীয় ২১৬৬ পিলার  দিয়ে পরশুরাম মডেল থানার পুলিশ এর কাছে মরদেহ  হস্তান্তর করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরশুরাম মডেল থানা পুলিশের নিকট নিহত লিটনের মরদেহ  হস্তান্তর করা হয়েছে ।

পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম জানান, নিহত লিটনের মরদেহ  ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে লিটনের মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
১০