আর যেন কোন নিরীহ প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে : মীর সরফত আলী সপু

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪
ছবি : বাসস

মুন্সিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, দেশে আর যেন কোনো নিরীহ প্রাণ এভাবে বিমান দুর্ঘটনায় না ঝরে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি শুক্রবার এ কথা বলেন। 

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গত ২১ জুলাই শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ প্রাণ হারান। আহত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন দেড় শতাধিক মানুষ। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিলের।

প্রধান অতিথির বক্তৃতায় সপু আরো বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যারও সমাধান হয়ে যাবে।

সেসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
১০