লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৩:৩১
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় কাভার্ড ভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ৫জন আহত  হয়েছে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী, তানিয়া আক্তার সাথী (৩১)। তিনি  সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী। 

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল সিএনজিটি। এ সময় রাখালিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেন সহ ৬জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তানিয়া আক্তার ও ফারুক হোসেনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে চাঁদপুরে তানিয়া আক্তার সাথী মারা যায়। অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যাচেষ্টা: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিম রিমান্ডে
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র: সাবেক সচিব শফিকুল ইসলাম কারাগারে
ট্রাম্পের কালো তালিকা ‘প্রত্যাখ্যান’ চীনের
নেপালে চলমান বিক্ষোভের মুখে ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত
কুয়াকাটায় ধরা পড়ল গিনি অ্যাঞ্জেলফিশ
ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ
১০