নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৩:৪৫
ছবি : সংগৃহীত

নওগাঁ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে একজন হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত নিহত ও আহত নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকটির  চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই স্মরণ : আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের ওপর চাপ
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
১০