গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩০

গোপালগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো, মান্নান হাওলাদার মনু (৫৫)। তিনি  কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।  সে সাবেক ইউপি সদস্য ছিলেন।

আজ শনিবার কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মান্নান হাওলাদার গোপালগঞ্জ মেয়ের বাড়ি থেকে ভ্যানে করে কোটালীপাড়া নিজ বাড়িতে ফিরতেছিলেন। মাঝবাড়ি বাসস্টান্ড এলাকায় পৌঁছালে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাবেক ওই ইউপি সদস্য। আহত অবস্থায় প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।

ওসি আরও জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০