গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩০

গোপালগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো, মান্নান হাওলাদার মনু (৫৫)। তিনি  কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।  সে সাবেক ইউপি সদস্য ছিলেন।

আজ শনিবার কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মান্নান হাওলাদার গোপালগঞ্জ মেয়ের বাড়ি থেকে ভ্যানে করে কোটালীপাড়া নিজ বাড়িতে ফিরতেছিলেন। মাঝবাড়ি বাসস্টান্ড এলাকায় পৌঁছালে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাবেক ওই ইউপি সদস্য। আহত অবস্থায় প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।

ওসি আরও জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই স্মরণ : আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের ওপর চাপ
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
১০