ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:১৯
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শনিবার ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৬ জুলাই ২০২৫, (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

একইসঙ্গে শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া নারী-শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। 

এ সময় ছিলেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সব শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়।

দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০