ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:১৯
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শনিবার ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৬ জুলাই ২০২৫, (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

একইসঙ্গে শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া নারী-শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। 

এ সময় ছিলেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সব শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়।

দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাস ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লালমনিরহাট পুলিশ সুপারের
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
১০