ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:১৯
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শনিবার ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৬ জুলাই ২০২৫, (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

একইসঙ্গে শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া নারী-শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। 

এ সময় ছিলেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সব শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়।

দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০