মাগুরায় জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:৪৩
ছবি : বাসস

মাগুরা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ সকালে জেলা অডিটোরিয়ামে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ - এই প্রতিপাদ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি শুরু হয়, যেখানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। শপথে হাজারো অংশগ্রহণকারী একসঙ্গে উচ্চারণ করেন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার।

শপথের পরপরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভাষণ। প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, “জুলাই পুনর্জাগরণ কোনো অতীত স্মরণ নয়, এটি ভবিষ্যতের পথনির্দেশ। লাখো কণ্ঠের শপথের মাধ্যমে নতুন প্রজন্ম একটি মানবিক বাংলাদেশ গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, লাখো কণ্ঠে শপথ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি ঐতিহাসিক চেতনার বহিঃপ্রকাশ। এ শপথের মধ্য দিয়ে সকলে একটি নতুন, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়েছে ।

তিনি আরও বলেন, জুলাই মাস প্রতিবারই আমাদের দায়িত্ব ও সমাজ পরিবর্তনের উপলব্ধি নতুন করে স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন বিশ্বাস, মাগুরা শহর জামায়াতের আমির আশরাফ হোসেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শপথ পাঠ শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে মাগুরায় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে নাগরিক অংশগ্রহণ ও ন্যায়ের চেতনার প্রসারে।

আয়োজকরা জানান, এমন আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জুলাই পুনর্জাগরণ এখন কেবল আন্দোলনের স্মৃতি নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় প্রতিজ্ঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
১০