লক্ষ্মীপুরে বাসচাপায় শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:৫০

লক্ষ্মীপুর, ২৬ জুলাই ২০২৫ (বাসস): জেলার রায়পুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়। 

আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পার হচ্ছিলো। এসময় লক্ষ্মীপুর ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মরিয়ম ও তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসচাপায় এক ছাত্রীর মৃত্যু ও দুই ছাত্রী আহত হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়। বাসচালককে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
১০