বগুড়া লেখক চক্রের বর্ষার পদাবলী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:৫২
ছবি : বাসস

বগুড়া, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে বর্ষার পদাবলী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী। 

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুর রশীদ, অনলাইন পত্রিকা ভিউজ এর সম্পাদক কবি রাশেদ মেহেদী, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, ইনকিলাব এর ব্যুরো চীফ মহসিন আলী রাজু এবং ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান। 

বগুড়া লেখক চক্রের পক্ষে স¦াগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম ও বগুড়া জীবনানন্দ পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক অনন্য রাসেল। বর্ষার পদাবলীতে ২৭ জন কবি তাদের স্বরচিত বর্ষার কবিতা ও ছড়া পাঠ করেন।

কবি সিকতা কাজলের সঞ্চালনায় স¦রচিত কবিতা পাঠ করেন ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, রাশেদ মেহেদী, সিকতা কাজল, মেরিনা জাহান, আবু রায়হান, ইনাম আহসান, মাহাবুব টটুল, অনন্য রাসেল, আমিনুল ইসলাম রনজু, পবিত্র প্রামাণিক, মেরিনা জাহান, তানিয়া নাসরিন, হাসি খাতুন। 

এছাড়া পাঠ করেন শাহাদত হোসেন, মাহবুব এ ইলাহী মিঠু, বেলাল সরকার, মাহমুদ কাওছার, মাহফুজ সুইট, শাকিবুল শাকিল, প্রিয়ম পলাশ, সিরাজুল ইসলাম, মীর এনামুল হক, সুমন মোহন্ত, মোমিন ইসলাম শাওন, রাব্বী হাসান, ইসতিয়াক আহমেদ স্বপন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০