ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মরণে এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীর পেট্রোবাংলা ভবনের ড. হাবিবুর রহমান মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্বের দরবারে নিজেদের অবস্থানের জন্য বাংলাদেশের মানুষের যে স্পৃহা আছে, দেশের প্রতি যে ভালোবাসা আছে, তার প্রমাণ এ জুলাই বিপ্লব।’
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সকলের কথা স্মরণ করে তিনি বলেন, শিক্ষিকাদের আত্মত্যাগ তাঁদের দেশের প্রতি, জাতির প্রতি ও সমাজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এ সকল ঘটনা আমাদের অনুপ্রাণিত করে।
জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের ঘটনার বর্ণনা করে বলেন, ‘পুলিশ আমার হাতে বন্দুক ঠেকিয়ে গুলি করে, যার ফলে আমার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ভেবে আমাকে গাড়িতে তোলা হয়।’
শহীদ ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমার ছেলের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। তার সরকারি চাকরি করার আগ্রহ ছিল না। তারপরও সে আন্দোলনে গিয়েছিল বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নাম্বারের কাছে আমার ছেলেকে হত্যা করা হয়।
তিনি আরো বলেন, পিতার কাছে সন্তানের লাশ সব থেকে ভারী। এসব অনুষ্ঠানে আসলে হৃদয়ে রক্তক্ষরণ আরো বেড়ে যায়, তারপরও সন্তানের জন্য সম্মান পাচ্ছি এটা ভেবে সম্মানিত বোধ করি।’
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, আমরা যদি প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে মানুষের অধিকার ক্ষুণ্ন হবে না, বৈষম্যও তৈরি হবে না।
আলোচনা শেষে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় জ্বালানি বিভাগের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে জুলাই শহীদদের ১৬টি পরিবার ও একজন আহতের মধ্যে সম্মাননা স্মারক হিসেবে এক লাখ টাকা করে মোট সতেরো লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান অনুষ্ঠানে আগত শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে সকলকে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন দপ্তর ও কোম্পানির কর্মকর্তারা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাসহ আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিল।
জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও মোনাজাত করেন মাওলানা গাজী সানাউল্লাহ।