নড়াইলে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:২২
ছবি : বাসস

নড়াইল, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদরে অবস্থিত তফসিলি ও বিশেষায়িত ব্যাংকসমূহের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকারের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। 

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান ও যুগ্ম-পরিচালক মো. মিজানুর রহমান। 

আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবু সেলিম, মো. মফিদুল ইসলাম, সোনালী ব্যাংক নড়াইল শাখার প্রধান ও এজিএম এআরএম রকিবুল হাসান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট অর্থনৈতিক ও সামাজিক সমস্যা যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। 

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, ২ পাচারকারী আটক
রাহুল-জুরেল ও জাদেজার সেঞ্চুরিতে বড় লিড ভারতের
রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
সোধির রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মারুফার প্রশংসায় মালিঙ্গা
জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান
১০