নড়াইলে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:২২
ছবি : বাসস

নড়াইল, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদরে অবস্থিত তফসিলি ও বিশেষায়িত ব্যাংকসমূহের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকারের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। 

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান ও যুগ্ম-পরিচালক মো. মিজানুর রহমান। 

আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবু সেলিম, মো. মফিদুল ইসলাম, সোনালী ব্যাংক নড়াইল শাখার প্রধান ও এজিএম এআরএম রকিবুল হাসান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট অর্থনৈতিক ও সামাজিক সমস্যা যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। 

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০