রংপুর ,২৬ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
আজ শনিবার সকালে রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসার হল রুমে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারাগঞ্জ কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড.এ এস এম, আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াত আমির কামারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা আমির আলমগীর হোসেনসহ শিক্ষক কর্মচারীবৃন্দ।
আজহারুল ইসলাম বলেন, দেশ, জাতি এবং সমাজ পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেন শিক্ষক সমাজ।
তারা মানুষকে উৎসাহ দেয়ার মাধ্যমে, দ্বীন ও ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন করতে পারেন। এ কারণে শিক্ষকদের সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।
তিনি আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়ে নতুন করে যেভাবে দেশ স্বাধীন করেছে সেখানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। নতুন সমাজ গঠনে তাদেরকে আবারো অগ্রণী ভূমিকায় থাকতে হবে।
এটিএম আজহার বলেন, শিক্ষকদের সঠিক শিক্ষা ও দিক নির্দেশনায় শিক্ষার্থী এবং যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞান ছাত্রদের জানাতে হবে, যেন আগামীতে তারা শিক্ষা ও সহবতে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে।
এরপর দুপুরে তিনি তারাগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সদস্যের সাথে মতবিনিময় করেন।