শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২৩:৫৪
ছবি : বাসস

রংপুর ,২৬ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

আজ শনিবার সকালে রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসার হল রুমে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারাগঞ্জ কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড.এ এস এম, আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা  জামায়াত আমির কামারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা আমির আলমগীর হোসেনসহ শিক্ষক কর্মচারীবৃন্দ।

আজহারুল ইসলাম বলেন, দেশ, জাতি এবং সমাজ পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেন শিক্ষক সমাজ। 

তারা মানুষকে উৎসাহ দেয়ার মাধ্যমে, দ্বীন ও ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন করতে পারেন। এ কারণে শিক্ষকদের সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়ে নতুন করে যেভাবে দেশ স্বাধীন করেছে সেখানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। নতুন সমাজ গঠনে তাদেরকে আবারো অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

এটিএম আজহার বলেন, শিক্ষকদের সঠিক শিক্ষা ও দিক নির্দেশনায় শিক্ষার্থী এবং যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞান ছাত্রদের জানাতে হবে, যেন আগামীতে তারা শিক্ষা ও সহবতে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে।

এরপর দুপুরে তিনি তারাগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সদস্যের সাথে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০