লক্ষ্মীপুর, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে তার সমাধি সংলগ্ন মসজিদ মাঠে স্মরণসভা, দোয়া ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচির আয়োজন করে ‘শফিউল বারী বাবু স্মৃতি সংসদ, রামগতি’।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শফিউল বারীর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এবং মানবিক সংগঠন অপর্ণ আলোক সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন।
বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় এই ছাত্রনেতা বিএনপির তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন।