ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৩:১৫
রোববার ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: বাসস

ভোলা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন। আজ সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকেএ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার সদর থানাধীন তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।  

পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদেও দেয়া তথ্যানুসারে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ শনিবার ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১টি ছুরি), ২ টি টোল স্টিকসহ আরো ৫ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা ভোলা সদর এবং চরফ্যাশন এলাকার বাসিন্দা। 

এরা হলে-সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তার করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতা পিন্টুর সমবেদনা 
দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : মির্জা ফখরুল
বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর 
রাহুল-গিলের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ
বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে : আদিলুর রহমান
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ 
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা
কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ 
ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল
১০