পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৩:২১
পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলে মৃত ইমরান শরীফ। ছবি: বাসস

পটুয়াখালী, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

মৃত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় মাছ ধরার ছোট ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন ইমরান।

পরে মানুষ বিহীন ট্রলার ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়। শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, শুক্রবার দুপুরে ইমরান চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। পরে আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় ঝড়ের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। তার ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নিয়ে নদীতে যাই।

এ বিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও ব্যর্থ হয়।

তিনি আরো বলেন,  টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতা পিন্টুর সমবেদনা 
দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : মির্জা ফখরুল
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর 
রাহুল-গিলের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ
বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে : আদিলুর রহমান
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ 
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা
কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ 
১০