পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৩:২১
পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলে মৃত ইমরান শরীফ। ছবি: বাসস

পটুয়াখালী, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

মৃত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় মাছ ধরার ছোট ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন ইমরান।

পরে মানুষ বিহীন ট্রলার ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়। শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, শুক্রবার দুপুরে ইমরান চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। পরে আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় ঝড়ের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। তার ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নিয়ে নদীতে যাই।

এ বিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও ব্যর্থ হয়।

তিনি আরো বলেন,  টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০