বাকৃবিতে ১৮ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৪:৫৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয় ।

জিটিআই সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন। ৩৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রশিক্ষণের কোর্স সমন্বয়ক ও জিটিআই-এর অধ্যাপক ড. বেনতুল মাওয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে অতিথিরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণায় পারদর্শিতা অর্জন, প্রশাসনিক দায়িত্ব পালন ও ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। প্রশিক্ষণার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, চাকরির ক্ষেত্রে বিভিন্ন দক্ষতার পাশাপাশি চাকরির সকল আদব ও পেশাগত আচরণ শেখানো এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১০