কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১১
প্রতীকী ছবি

নোয়াখালী, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের নাম মো. ইব্রাহিম (৫) ও তার ছোট ভাই মো. নাদিম (৪)।

নিহত ইব্রাহিম ওই বাড়ির মো. সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমান প্রবাসী মো. শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।

ওই দুই শিশুর পরিবার জানান, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরছিল। এ সময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। 

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে জাল ফেলে তাদের ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনা নিশ্চিত করে বলেন, এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে শোক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০