হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৫
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে অটোরিকশার সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জের সুদিয়ারখলা এলাকায় জামিল মিয়ার নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর জামিল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে মাধবপুরের দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একইসঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০