হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৫
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে অটোরিকশার সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জের সুদিয়ারখলা এলাকায় জামিল মিয়ার নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর জামিল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে মাধবপুরের দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একইসঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০