হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৫
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে অটোরিকশার সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জের সুদিয়ারখলা এলাকায় জামিল মিয়ার নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর জামিল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে মাধবপুরের দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একইসঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০