হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৫
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে অটোরিকশার সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জের সুদিয়ারখলা এলাকায় জামিল মিয়ার নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর জামিল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে মাধবপুরের দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একইসঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০