হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৫
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে অটোরিকশার সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জের সুদিয়ারখলা এলাকায় জামিল মিয়ার নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর জামিল মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে মাধবপুরের দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। একইসঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
১০