শেরপুরে বিএনপি’র সদর ও পৌর কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:৪৮
ছবি : বাসস

শেরপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলা ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১টায় শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

অন্যদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়।

সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়করা  হলেন, এস এম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল  হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল, পপি আখতার। 

এছাড়া শেরপুর পৌর কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, আলহাজ্ব এ্যাড. খন্দকার মাহবুবুল আলম রকীব, মো. রেজাউল করিম রুমি, মো. এমদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব, মো. ফখরুল ইসলাম।

নবগঠিত কমিটি বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষনা করা হয়েছে। 

জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ জানান, নতুন কমিটিতে বিএনপির দীর্ঘদিনের ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারা দেশে প্রাইমারি স্কুলের স্থগিত অনুষ্ঠান হবে ৩১ জুলাই
একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
শেখ মুজিব একদলীয় শাসন চালিয়েছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : মেজর (অব.) হাফিজ উদ্দিন 
করোনায় আরও ১ জন আক্রান্ত
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
জুলাইয়ের অভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে ছাত্রজনতার যুদ্ধ : আসাদ বিন রনি
গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪০৯ 
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০