সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০০:০০

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের  নির্দেশক্রমে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী ফাতেমা আক্তার, জারিফ ফারহান, আফনান ফাইয়াজ এবং অভিভাবক রজনি ইসলামের (২য় শ্রেণীর শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা) পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। 

সাক্ষাৎকালে তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অপরদিকে, আজ রোববার বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল কুমিল্লার দেবিদ্বার থানায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। 

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যেকোনো  প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী সব সময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত, দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে
১০