উত্তরা পাবলিক লাইব্রেরির সংবর্ধনা পেল ৬২ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০০
রোববার উত্তরা ৪ নম্বর সেক্টরে ২০২৫’ এ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা (উত্তর), ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজন করে ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫’ এর।

রোববার সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরের এক অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ বছর এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট ৬২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ।

বাংলাদেশ ক্লাব লিমিটেডের চেয়ারম্যান ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনামুল হক।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র ভালো ফলাফল যথেষ্ট নয়, নীতি-নৈতিকতা ও মানবিক গুণাবলিই মানুষকে প্রকৃত অর্থে আলোকিত করে। নৈতিকতা ছাড়া মনুষ্যত্বের বিকাশ ঘটে না।

ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মা-বাবা ও শিক্ষকদের কখনো মিথ্যা বলবে না এবং সবসময় ন্যায় ও ন্যায্যতার পক্ষে দাঁড়াবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ লায়ন নিশাত পারভীন হক এবং মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ।

এছাড়াও আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান, বিআরটিএর পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং আর আর ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান এবিএমএ রাজ্জাক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি জানান, লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বর্তমানে ২০ হাজার। এটি এক লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এছাড়া অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে
গাজার শেষ নৌবহরটি আটক করেছে ইসরাইল : আয়োজক
নাটোরে রঙ বিলাস আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
ভবন আছে, কর্মী নেই: সংকটে মাদারীপুর আইএইচটি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
১০