পটুয়াখালীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৩:৩৮
পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। ছবি: বাসস

পটুয়াখালী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে জেলার কলাপাড়া উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।

এ সময় ইয়াসীন সাদেক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে এ কর্মসূচি শুরু হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি।

এছাড়া বক্তব্য দেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ, তানজিল জামান জয়, ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
১০