সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৩:৪৫
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার। ছবি: বাসস

বাগেরহাট, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার এবং বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে। গতকাল রোববার বিকেলে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করে ১.০ কি.মি. দৈর্ঘের বেশি ফাঁদ পুড়িয়েছে চাঁদপাই রেঞ্জের স্পার্ট টিম-১ দলনেতা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম ও তার দল। উদ্ধারকৃত আহত হরিণকে চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

এছাড়া মরাপশুর নামক স্থান থেকে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া একটি শুকর বনরক্ষীরা উদ্ধার করে জংগলে অবমুক্ত করে বলে বাসসকে জানান। 

দুদিন অমাবস্যার কারনে জোয়ারের পানির উচ্চতা বেড়ে সুন্দরবনের অভ্যন্তরে আড়াই ফুট পানির উচ্চতায় নিমজ্জিত হয়ে পড়ে বলে করমজল ট্যুরিস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বাসসকে জানান এবং শিকারিরা এই ফাকে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে রাখে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। 

বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান মরাপশুর টহল ফাঁড়ির বয়ারশিং এলাকা থেকে এই বিপুল পরিমাণ ফাঁদ খুঁজে তুলতে না পারলে আরো কত যে হরিণ মারা পড়ত তার কোন সীমা নেই। বন্যপ্রাণী রক্ষায় এ কাজে আমি আমার সহকর্মীদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং আমার সহকর্মীরাও বন্যপ্রাণী রক্ষার্থে তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। সুন্দরবনের প্রাণিকূলের জীববৈচিত্র্য রক্ষা করতে প্রতিদিন ফুট প্যাট্রোল করার বিকল্প নাই। আর বাঘ রক্ষা করতে চাইলে হরিণ নিধন বন্ধ করতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
১০