লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ফাইল ছবি

ঢাকা, ০৬ আগস্ট, ২০২৫ (বাসস): বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

শোকবার্তায় তিনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিন, বীর উত্তম ছিলেন নিখাদ ও নির্লোভ একজন আদর্শ মানুষ। রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার বিবেকবোধ ও সৎ সাহসের ভূমিকা প্রশংসনীয়। দেশের মুক্তিযুদ্ধ এবং আদর্শিক রাজনীতির ইতিহাসে লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের ভূমিকা অনুকরণীয়। তার জীবনচরিত থেকে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে আদর্শবান মুক্তিযোদ্ধার বাস্তবতা উপলব্ধি করা যায়। এই বীর মুক্তিযোদ্ধার কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বর্তমানে এ ধরনের দেশপ্রেমিক ও চরিত্রবান মানুষের বড়ই অভাব।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা। সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০