লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ফাইল ছবি

ঢাকা, ০৬ আগস্ট, ২০২৫ (বাসস): বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

শোকবার্তায় তিনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিন, বীর উত্তম ছিলেন নিখাদ ও নির্লোভ একজন আদর্শ মানুষ। রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার বিবেকবোধ ও সৎ সাহসের ভূমিকা প্রশংসনীয়। দেশের মুক্তিযুদ্ধ এবং আদর্শিক রাজনীতির ইতিহাসে লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের ভূমিকা অনুকরণীয়। তার জীবনচরিত থেকে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে আদর্শবান মুক্তিযোদ্ধার বাস্তবতা উপলব্ধি করা যায়। এই বীর মুক্তিযোদ্ধার কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বর্তমানে এ ধরনের দেশপ্রেমিক ও চরিত্রবান মানুষের বড়ই অভাব।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা। সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদক-এর এনফোর্সমেন্ট ইউনিটের ৩ অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ
পরিদর্শকরা 'ইরানে ফিরে গেছেন' : জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান
সন্দ্বীপের বিভিন্ন হাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন
রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
নির্বাচন বানচালের জন্য নিত্যনতুন দাবি তোলা হচ্ছে : ফখরুল
বাঁশখালীতে সরকারি চাল বিতরণে ওজনে কম, জরিমানা
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় চিঠি : ফেমার কর্মীদের বরখাস্ত
১০